ভয়ঙ্কর রূপ নিয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এর দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফণি’ ।
ঘূর্ণিঝড়ের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় এটি বাংলাদেশ সহ ভারতে এটি শুক্র বার রাতে অথবা সনিবার সকালে আঘাত হানতে পারে ।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে । ঝড়ের সময় এর গতিবেগ আরও বারতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস ।
ঘূর্ণিঝড় ‘ফণি’ এই নামটি বাংলাদেশের দেয়া । ঘূর্ণিঝড়এর প্রভাবে ভারত এবং বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে । আবহাওয়া অফিস সুত্রে আরও জানা গেছে যে এটি
ভারতের উড়িষ্যার উপকূলে দিকে অগ্রসর হচ্ছে । যদি এটি
ভারতের উড়িষ্যায় আঘাত হাতে তদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে ।
ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
