ভারতের উত্তর পশ্চিম দিল্লির শালিমার বাগে ঘটেছে এই ঘটনা ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯ টার দিকে আমির (২৩) এবং টার বন্ধু একটি শপিং মলের সামনে দারিয়ে সিগারেট খাচ্ছিলেন । তখন মোটর সাইকেল করে আজ্ঞাত পরিচয়ে একজন এসে তাদের কাছে সিগারেট চায়।
এর পর আমীর সিগারেট দিতে না চাইলে ওই দুই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয় ।
কাটাকাটির এক পর্যায়ে দুই অজ্ঞাত ব্যক্তির একজন পিস্তল বের করে আমিরকে গুলি করে।
গুলি আমিরের বুকের ডান পাশে লাগে । তারপর থাকে হাঁসপাতালে নেয়া হয় । এ ঘটনায় মামলা হয়েছে । এবং পুলিশ ওই দুই অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে ।
