এবার বাজারে আসছে এসি লাগানো টি-শার্ট !

Posted on August 30, 2019 By MeawBD

1 min read Card image cap
টুথ দিয়ে চলবে এই ডিভাইস। এর নাম রাখা হয়েছে ‘রিওন পকেট।’ ছোট আকৃতির ওয়ালেটের মতো দেখতে এই ডিভাইস টি-শার্টে লাগিয়ে নিলেই বাইরের কাঠফাটা রোদেও পাওয়া যাবে এসির মতো ঠান্ডা হাওয়া।
এই গরমে এবার অস্বস্তি থেকে মুক্তির উপায় মিলতে চলেছে। গরম থেকে রক্ষা পেতে এবার আসছে এসি লাগানো টি-শার্ট! সনি নিয়ন্ত্রিত একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এই বিশেষ প্রযুক্তির টি-শার্ট বাজারে আনতে চলেছে
ডিভাইসটি লাগিয়ে বাইরের তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম অনুভব করতে পারবেন ব্যবহারকারী ।  ডিভাইসটি পুরোপুরি চার্জ হতে সময় লাগবে দুই ঘণ্টা। প্রাথমিক পর্যায়ে এর দাম নির্ধারণ করা হয়েছে ১২০ ডলার

  • লিখেছেন
  • MeawBD
  • August 30, 2019

Leave A comment


Leave a Reply

Your email address will not be published.

*

*
*