মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ।
গত ৬ এপ্রিল তার শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । তারপর গত ৫ দিন নুসরাত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যায় ।।
এই মামলার তদন্তে কোন গাফিলতি হলে সরাসরি বেবস্থা নেবে হাই কোর্ট ।
মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সহ তার কিছু সহযোগী কে পুলিশ খুজছে ।
