একটি মোবাইল ফোন ব্যাবহার যে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তার প্রমান একাধিক বার দিয়েছে গবেষকরা। এই ক্ষতির কারন হল রেডিয়েশন । এই রেডিয়েশন আপনার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অচলও করে দিতে পারে । এমন কি এই রেডিয়েশনের ফলে মানব দেহে ক্যান্সার পর্যন্ত হতে পারে ।
সম্প্রতি একটি জার্মান সরকারি সংস্থা মোবাইল ফোনের বিকিরন নিয়ে গবেষণা চলায় এমন তাদের তালিকার শীর্ষে রয়েছে শাওমি ও ওয়ান প্লাস !
- Xiaomi Mi A1 mi 1.75
- OnePlus 5T 1.68
- Xiaomi Mi Max 3 1.58
- OnePlus 6T 17 1.55
- HTC U12 life htc 1.48
- Xiaomi Mi Mix 3 mi 1.45
- Google Pixel 3 XL G 1.39
- OnePlus 5 1.39
- iPhone 7 1.38
- Sony Xperia XZ1 1.36
- HTC Desire 1.34
- Google Pixel 3 1.33
তালিকায় এক নম্বরে রয়েছে শাওমি এবং তার রেডিয়েশন মাত্রা ১.৭৫ ওয়াট পার কেজি। ২য় স্থানে রয়েছে ওয়ান প্লাস এবং এই তালিকার শেষের দিকে রয়েছে অ্যাপল এর আইফোন সব গুগলের পিক্সেল ।
