জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান শাওমি এবার বাজারে নিয়ে আসলো বাইক । যার দাম ৩৮০ ডলার । বাংলাদেশি তাকায় যার মূল্য ৩১ হাজার এবং ইন্ডিয়ান রুপিতে ২৬ হাজার ।
এর আগেও বাজারে ইলেক্ট্রনিক বাইক নিয়ে এসেছিল শাওমি ।
সেগুলো হল হিমো ভি ওয়ান, হিমো সি ২০ ফোল্ডিং বাইক।
নতুন এই বাইকের নাম হিমো টি ওয়ান । যা একটি ইলেক্ট্রনিক বাইক।
লাল ধুসর এবং সাদা এই টিন্টি রঙ্গে পাওয়া যাবে বাইক টি ।
যার ব্যাটারি হবে ১৪০০০ এমএএইচ এবং ২৮০০০ হাজার এমএএইচ ।
বাইকটির ওজন ৫৩ কেজি এবং এর স্পিড ঘণ্টায় ২৫ কিমি ।
বাইকটি তে রয়েছে চার্জ শেষ হলে প্যাডেল করে চানানোর সুবিধা সহ আরও অনেক ফিচার । একচার্জে ১২০ কিলোমিটার চলবে শাওমির এই বাইক ।
