অ্যামাজন প্রাইমে মুক্তি পেল সাইন্স ফিকশন মুভি The Tomorrow War

Posted on July 5, 2021 By MeawBD

2 min read Card image cap
#The Tomorrow War

? The Tomorrow War (2021)
⚫Genre : Sci-fi, Action
⚫Directed by : Chris McKay
⚫Written by : Zach Dean
⚫Language : English
⚫IMDb : 6.7/10

সাল ২০২২, চলছে বিশ্বকাপ ফুটবল। ফাইনালে ব্রাজিল, প্রতিপক্ষ দেশের নাম শিউর বলতে পারছি না। খেলা শেষ পর্যায়ে, দুনো দলই রয়েছে সমতায়। শেষ মূহুর্তে হঠাৎ এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার সব বাধা উপেক্ষা করে বল নিয়ে এগিয়ে যাচ্ছে গোলবারের দিকে, এবার তাহলে গোল হবেই, ব্রাজিল জিতে যাবে বিশ্বকাপ। কিন্তু না! বাধা পড়ে গেলো। না না, গোলকিপার কিংবা ডিফেন্সের বাধা নয়, তার সামনে মাঠের মধ্যেই একটা টাইম মেশিন এসে হাজির। অদ্ভুত বিকট শব্দের মধ্যে দিয়ে বেরিয়ে আসে কিছু মিলিটারি; লাইভ টিভির পর্দায় জানান দিল- তারা এসেছে ভবিষ্যৎ থেকে, ২০৫০ সাল থেকে। ভবিষ্যতের পৃথিবীর অবস্থা ভয়াবহ। ভিন্নগ্রহের প্রানীর আক্রমনে পৃথিবী ধ্বংশ হয়ে যাচ্ছে। তাদের সাহায্যের প্রয়োজন। ভবিষ্যতে গিয়ে তাদের পক্ষে যুদ্ধ করতে হবে। কেননা, ভবিষ্যৎ এর মানুষগুলো তো বর্তমানেরই বংশধর।

গল্পের শুরু এখান থেকে হলেও আসল ঘটনা আরো জটিল। ২০২২ সাল থেকে মানুষ ২০৫০ সালে যাবে কি না? গিয়েও কতটুকু লাভ হবে? ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করা যাবে কি? কিংবা এই এলিয়েনরা পৃথিবীতে এলো কখন/কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই দেখতে হবে মুভিটাকে।

টেকনিক্যাল আলোচনা করতে চাই না, মোটামুটি ঠিকঠাক ছিল। আর ক্রিস প্রাট তো আছেই! তবে, বলে রাখা ভালো- সাই-ফাই এর কথা শুনে “ইন্টারস্ট্রেলার” টাইপ কিছুর আশা করলে হতাশ হবেন। কিন্তু অ্যাকশন, ওয়ার, এলিয়েনের সাথে মারামারি এইসব দেখতে পছন্দ করলে দেখে নেয়া যায় নির্দ্বিধায়।
মুভিটা আহামরি কিছু না হলেও, উপভোগ্য।

  • লিখেছেন
  • MeawBD
  • July 5, 2021

Leave A comment


Leave a Reply

Your email address will not be published.

*

*
*