করোনা থেকে বাঁচতে চান?যেসব খাবার বর্জন করবেন আপনার জীবন থেকে।

Posted on April 17, 2021 By Nusrat

1 min read Card image cap

দেশে শুরু হয়েছে আবার করোনার দ্বিতীয় ঢেউ। বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যু হারের সংখ্যা। ফলে করোনার প্রকোপ রুখতে সারাদেশে লকডাউন দিয়েছে সরকার। তবে যে শুধু লকডাউন দিলেই করোনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না। এর জন্য আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভাসেও কিছু পরিবর্তন আনা অতি জরুরি। আসুন জেনে নিন এই সময়ে যেসব খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে তার তালিকা:

সব ধরনের কার্বনেটেড ড্রিংকস: এই সময়ে সব ধরনের কার্বনেটেড ড্রিংকস থেকে অবশ্যই দূরে থাকতে হবে।যেমনঃRC,7UP,COCACOLA.

বিড়ি, সিগারেট: ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,এজন্য ধূমপান থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে।

জর্দা, তামাক, সাদাপাতা: যারা পানের সঙ্গে জর্দা, তামাক, সাদাপাতা খান তারা এটি খাওয়া আজই বন্ধ করুন। কারণ এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে করোনাসহ অন্যান্য ভাইরাস যে কোনো সময় আক্রমণ করতে পারে।

খয়ের: পানের সঙ্গে খয়ের খাওয়াও বন্ধ করতে হবে,কারন এটি লিভারের ক্ষতি করে।

ঠান্ডা খাবার, আইসক্রিম, চিনি ও চিনির তৈরি খাবার: এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতায় বাধা দিয়ে ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। সেই সঙ্গে এই খাবারগুলো ভাইরাসের সংক্রমণে সহায়তা করে। যা করোনায় আক্রান্ত হও্যার ঝুকি বারায়।

আরও দরকারি টিপস পেতে ,আমাদের সাথেই থাকুন।

  • লিখেছেন
  • Nusrat
  • April 17, 2021

Leave A comment


Leave a Reply

Your email address will not be published.

*

*
*