একাধিক প্রেম করায় প্রেমিককে মেরে মাটিতে পুঁতে রাখলেন প্রেমিকা !

Posted on April 24, 2019 By MeawBD

2 min read Card image cap

বাংলাদেশের হবিগঞ্জের লাখাইয়ে একাধিক প্রেম করায় প্রেমিক উজ্জ্বল মিয়া (২২) কে মেরে মাটিতে পুঁতে রাখলেন প্রেমিকা ফারজানা আক্তার (১৭)  ।

প্রায় ২ মাস নিখোঁজ থাকার পর পুলিশ উজ্জলের লাশ উদ্ধার করতে সক্ষম হয় । এবং তারপর বেরিয়ে এই চাঞ্চল্যকর তথ্য । উজ্জ্বল মাধবপুর সৈয়দ সাঈদ উদ্দিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন । মেয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী । ফেসবুকে তাদের প্রেম হয় । প্রেমের এক পর্যায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় । উজ্জ্বল ফারযানার বাড়িতে প্রায় যাতায়াত করত । মিলনের পরে উজ্জ্বলের অন্য এক প্রেমিকা তাকে ফোন দিতে থাকে। সেটি দেখতে পেয়ে ফারজানা প্রথমে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করে। এবং এর পর শিল দিয়ে উজ্জলের মাথায় আঘাত করে । তার মৃত্যু নিশ্চিত করার পর তার হাত পায়ের রগ কেটে তাকে পুতে ফেলা হয়।

এর পর থানায় মামলা করেন উজ্জলএর বাবা। একপর্যায়ে পুলিশের তদন্তে ফারজানা ঘটনা স্বীকার করে ।

  • লিখেছেন
  • MeawBD
  • April 24, 2019