রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মানবতার দেয়াল। যেখানে মানুষ তাদের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী রেখে যান এবং তা প্রয়োজন অনুযায়ী নিয়ে যায় অসহায় হতদরিদ্ররা। সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার সেতুবন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা। তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে এ ধরনের উদ্যোগ যে কোনো দেশের জন্য রোল মডেল হবে বালে দাবী উদ্যোক্তাদের ।
দেয়ালে সাজানো আছে প্যান্ট, জামা সহ শিশুদের পোশাক । বৃষ্টিতে যাতে নষ্ট না হয় সেই জন্য রয়েছে ব্যবস্থা । একদিকে সমাজের ধনীরা পোশাক রেখে যাচ্ছেন , আর অন্য দিকে তা সমাজের দুস্থরা নিয়ে উপকৃত হচ্ছেন ।
রাজধানীর যাত্রাবাড়ী ,মহাখালি, বনানী সহ বেশ কিছু এলাকার দেয়ালেই দেখা মিলবে এমন চিত্র।