ঢাকার বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মানবতার দেয়াল !

Posted on April 7, 2019 By MeawBD

1 min read Card image cap

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মানবতার দেয়াল। যেখানে মানুষ তাদের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী রেখে যান এবং তা প্রয়োজন অনুযায়ী নিয়ে যায় অসহায় হতদরিদ্ররা। সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার সেতুবন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা। তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে এ ধরনের উদ্যোগ যে কোনো দেশের জন্য রোল মডেল হবে বালে দাবী উদ্যোক্তাদের ।

মানবতার দেয়াল

দেয়ালে সাজানো আছে প্যান্ট, জামা সহ শিশুদের পোশাক । বৃষ্টিতে যাতে নষ্ট না হয় সেই জন্য রয়েছে ব্যবস্থা । একদিকে সমাজের ধনীরা পোশাক রেখে যাচ্ছেন , আর অন্য দিকে তা সমাজের দুস্থরা নিয়ে উপকৃত হচ্ছেন ।

এক রিকশা চালক বলেন, একটা প্যান্ট কিনতে গেলে ৫০০-৮০০ টাকা লাগে। আমি এমনিতেই পেয়ে গেলাম, এটা আমার জন্য অনেক বেশ উপকার।

রাজধানীর যাত্রাবাড়ী ,মহাখালি, বনানী সহ বেশ কিছু এলাকার দেয়ালেই দেখা মিলবে এমন চিত্র।

  • লিখেছেন
  • MeawBD
  • April 7, 2019