আহত মুরগির বাচ্চাকে বাঁচাতে হাসপাতালে ৬ বছরের শিশু !

Posted on April 6, 2019 By MeawBD

2 min read Card image cap

দুর্ঘটনাক্রমে সাইকেল দিয়ে মুরগির একটি বাচ্চাকে মারিয়ে দেওয়ার পর এক হাতে ওই মুরগির বাচ্চা আর আরেক হাতে দশ রুপির একটি নোট নিয়ে হাসপাতালে হাজির ছয় বছর বয়সী এক শিশু ।


ডেরেক সি লালচানহিমা

মিজোরামের সাইরাং এলাকার ডেরেক সি লালচানহিমা নামের ভারতের ওই শিশুটির ছবি ফেসবুক এবং টুইটারে ভাইরাল হয়েছে ।

এনডিটিভিকে সাংগা বলেছেন, “ওর বাবার বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনাক্রমে মেরে ফেলা প্রতিবেশীর একটি মুরগির বাচ্চা নিয়ে শিশুটি বাড়িতে আসে। বাচ্চাটি যে মারা গেছে সেটি সে বুঝতে পারছিল না তাই তার বাবাকে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া জন্য বলতে থাকে। বাবা তাকে দশটি রুপি দিয়ে তাকেই হাসপাতালে নিয়ে যেতে বলেন।”

শিশুটির মানবতা আর সরলতা দেখে মুগ্ধ হয়ে নার্স তার এই ছবিটি তুলেন এবং নিজের ফেসবুকে ছবিটি প্রকাশ করেন । এবং শেষে ছবিটি ভাইরাল হয়ে যায় ।

ছবিতে এক লাখ ২৪ হাজার লাইক পড়েছে, ১১ হাজার কমেন্ট এসেছে ও শেয়ার করা হয়েছে ৮৭ হাজার বার।

শেষ পর্যন্ত তার বাবা মা তাকে বোঝান বাচ্চা টি মারা গেসে এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ।

মানবতা আজও বেঁচে আছে ।

  • লিখেছেন
  • MeawBD
  • April 6, 2019