এবারের ঈদের সবচেয়ে বড় গরু ‘লালু-কালু ! ৪০ মণ ওজনের লালু আর কালু। গুড়-কলা খাইয়ে তাদের বড় করেছেন মালিক। গরমে আরাম দিতে জেনারেটর চালিয়ে ফ্যানের হাওয়ায় রেখেছেন। ধামরাইয়ের গরু দু’টির প্রতিটির দাম হাকা হচ্ছে ১২ লাখ টাকা। প্রতিদন ৩০ কেজি ভুষি , ১৫ হালি কলা , ৩ কেজি আখের গুর , ঘাস, গোল আলু আর মিস্টি কুমড়া খায় লালু আর কালু ।
গরম সহ্য করতে পারেনা এক দম ই , তাই চারতে ফ্যান এর পাখা ঘুরে তাদের মাথার উপর । প্রতিদিন তাদের দেখতে ভির করে অনেক মানুস ।
গরু দুইটির জাত অস্ট্রেলিয়ান , মালিক পালন করছেন ৪ বছর ধরে । উদ্দেশ্য এবার কুরবানীতে এদের বিক্রি করা ।
